Entertainment

ইন্সটায় নতুন রেকর্ড সোনার নায়কের!

Published by
News Desk

বয়স তাঁর যতই বাড়ুক এখনো কিসি সে কম নেহি, সেটা বারবার প্রমাণ করে দেন তিনি। নিজেকে কিভাবে সময় আর বয়সের সাথে খাপ খাইয়ে রুপোলী পর্দায় মাত করে দিতে হয় অক্ষয় কুমারের থেকে ভাল আর কে জানেন। তাই তো তিনি আজ ২০.৪ মিলিয়ন।

কিছুদিন ধরেই সোনা অর্থাৎ ‘গোল্ড’ নিয়ে ইন্সটাগ্রামে খুব নজর কাড়ছিলেন অক্ষয়। হকিতে ভারতকে সোনা এনে দেওয়ার ইতিহাস নিয়ে তৈরি চলচ্চিত্রে যতই বিতর্ক থাক, অক্ষয়ের অভিনয় ও নিষ্ঠায় কোনও খামতি ছিল না। ঠিক যেমন কসুর ছিল না ছবির প্রচারে নিষ্ঠা নিয়ে ইন্সটাগ্রাম পোস্ট করায়। আর তাতেই তিনি তৈরি করে ফেললেন বলিউডের নতুন রেকর্ড।

প্রথম বলিউড নায়ক হিসাবে তিনি ছুঁয়ে ফেললেন ২ কোটি ফলোয়ারের রেকর্ড। ইন্সটাগ্রাম কর্তৃপক্ষের তরফ থেকে তার স্বীকৃতি স্বরূপ অক্ষয়কে তুলে দেওয়া হয় একটি স্মারক। ৩ দিন আগে সেই স্মারক নিয়ে ছবি পোস্ট করে অক্ষয় জানান এটা তাঁর কাছে একটা ‘গোল্ড’ জেতারই সামিল। পরে ফলোয়ার সংখ্যাটা আরও ৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk
Tags: Akshay Kumar

Recent Posts