Entertainment

১০০ শতাংশ তাঁর ভুল, তর্ক না করে মেনে নিলেন অক্ষয় কুমার

এ ভুল একেবারেই তাঁর। ১০০ শতাংশ তাঁর ভুল। একথা মেনে নিলেন বলিউড তারকা অক্ষয় কুমার। নিজেই সেকথা প্রকাশ্যে জানালেনও।

Published by
News Desk

ভুলটা যে তাঁর তা মেনে নিলেন অক্ষয় কুমার। কয়েকদিন আগেই নিজের নতুন সিনেমা সেলফি-র প্রচারে গিয়ে একটা বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। মাত্র ৩ মিনিটে ১৮৪টি সেলফি তোলেন তাঁর অনুরাগীদের সঙ্গে। প্রচারে অক্ষয়কে দারুণ মেজাজে পেয়েছিলেন অনুরাগীরা। খোশমেজাজেই ছিলেন তিনি।

কিন্তু যে কারণে অক্ষয়ের ওই সেলফি তোলা, সেই সেলফি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর মুখ থুবড়ে পড়েছে। এভাবে সিনেমা ফ্লপ হওয়ার জন্য অক্ষয় কুমার নিজেকেই ১০০ শতাংশ দায়ী করেছেন।

অক্ষয়ের মতে, সিনেমা ফ্লপ হওয়ার জন্য দর্শকদের দোষ দিয়ে লাভ নেই। দোষটা সম্পূর্ণরূপে অভিনেতার। দোষটা তাঁর। তিনিই নিজেকে দর্শকদের চাহিদামত বদলাতে ব্যর্থ হয়েছেন।

অক্ষয়ের মতে, সময়ের সঙ্গে সঙ্গে সবই বদলায়। দর্শকদের পছন্দও বদলায়। একজন অভিনেতার উচিত তাই সময়ের সঙ্গে নিজেকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে ফের নতুন করে সময়ের সাপেক্ষে গড়ে তোলা। সেটা তিনি করারও চেষ্টা করছেন। কারণ তিনি ওইটুকুই করতে পারেন।

বাকিটা আদপেই সময়ের হাতে ছেড়ে দিয়েছেন অক্ষয়। সেইসঙ্গে তিনি এও জানিয়েছেন যে একটানা ৮টি সিনেমা ফ্লপ করার অভিজ্ঞতাও তাঁর আগে হয়েছে। হালে তো সবে তাঁর ৩ থেকে ৪টি সিনেমা ফ্লপ করল। ফলে তিনি ফ্লপের সঙ্গে পরিচিত।

তিনি নিজেকে বদলে ফেলে যে ফের দর্শকদের সামনে হাজির হতে চান তাও বুঝিয়ে দিয়েছেন অক্ষয়। এখন দেখার অক্ষয় নিজেকে কতটা বদল করতে পারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk