আকাসা এয়ার, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @AkasaAir
দেশ যতই এগিয়ে চলে ততই তার বিমান যোগাযোগ শক্তিশালী হতে থাকে। কারণ বিমানের চাহিদা বাড়তে থাকে। এই বেড়ে চলা চাহিদা ও যাত্রীদের চাপ সামাল দিতে এবার ভারতের আকাশে ডানা মেলতে চলেছে আরও একটি নয়া বিমান সংস্থা। আকাসা এয়ার নামে এই সংস্থা চলতি জুলাই মাসেই বিমান চলাচল শুরু করে দিচ্ছে।
ভারতের আকাশে বিমান চালানোর জন্য ডিজিসিএ-এর প্রয়োজনীয় ছাড়পত্রের দরকার পড়ে। দীর্ঘদিন ধরেই এই সংস্থা সেই ছাড়পত্র পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছিল। অনলাইনে চলছিল পুরো প্রক্রিয়া।
ভারতে এই প্রথম কোনও বিমান সংস্থা পুরোপুরি অনলাইন প্রক্রিয়ার সাহায্যে দেশে বিমান চলাচলের ছাড়পত্র অর্জন করল। এজন্য ডিজিসিএ-এর চাহিদামত প্রয়োজনীয় সব ধাপ পূরণ করতে সমর্থ হয়েছে সংস্থা বলেই জানিয়েছেন আকাসা এয়ার-এর কর্ণধার বিনয় দুবে।
জুলাই মাসের শেষের দিকেই এই বিমান সংস্থা আকাশে ডানা মেলতে চলেছে। ২০২২-২৩ অর্থবর্ষে এই বিমান সংস্থা ১৪টি বিমান নিয়ে যাত্রা শুরু করবে। তারপরের বছরে ১২ থেকে ১৪টি আরও বিমান যুক্ত হবে তালিকায়।
এভাবেই ৫ বছরে ৭২টি বিমান ভারতের আকাশে উড়ে বেড়াবে বলে জানিয়েছে সংস্থা। সংস্থার তরফে আরও জানানো হয়েছে যে ভারতীয়দের সবুজ যাত্রা অর্থাৎ পরিবেশ বান্ধব যাত্রা, নিশ্চিন্ত যাত্রা এবং কম খরচে যাত্রার অনুভূতি উপহার দেবে আকাসা এয়ার। ভারতে স্পাইসজেট, ভিস্তারা সহ অন্য বিমান সংস্থার সঙ্গে এবার যুক্ত হচ্ছে আরও একটি নতুন নাম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা