National

নেতাজি থাকলে ভারত ভাগ হতনা, বললেন অজিত দোভাল

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বক্তব্য রাখতে গিয়ে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দাবি করলেন নেতাজি থাকলে ভারত ভাগ হতনা।

Published by
News Desk

নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। তিনি কোনও আপসে রাজি ছিলেননা। পূর্ণ স্বাধীনতাই ছিল তাঁর একমাত্র দাবি। তিনি কখনও স্বাধীনতার জন্য ভিক্ষা করেননি। তিনি লড়াই করেছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে নির্ভীকভাবে লড়েছিলেন। স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। তিনি যদি সে সময় থাকতেন তাহলে ভারত ভাগ হতনা। বণিকসভা অ্যাসোচেম আয়োজিত একটি নেতাজি সুভাষচন্দ্র বসু শীর্ষক আলোচনাসভায় এভাবেই নেতাজি সম্বন্ধে তাঁর চিন্তাভাবনা স্পষ্ট করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

অজিত দোভাল বলেন, সে সময় জিন্নাও জানিয়েছিলেন, তিনি একজনকেই নেতা হিসাবে মানতে রাজি, আর তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু।

অজিত দোভাল জানান, নেতাজি ভারতের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মানসিকতার পরিবর্তন করতে চেয়েছিলেন। তাঁর মত নেতা ভারতীয় ইতিহাসে বিরল।

ব্রিটিশ শক্তির মত শক্তির বিরুদ্ধে নির্ভীকভাবে নেতাজি স্রোতের বিরুদ্ধে লড়েছিলেন। সাফ জানিয়েছিলেন স্বাধীনতা তাঁর অধিকার। তাই পূর্ণ স্বাধীনতা চাই। কোনও আপস নয়।

দোভাল আরও বলেন, নেতাজির সেই ক্ষমতা ছিল যে তিনি দেশের সব বর্গের মানুষকে এক ছাদের তলায় নিয়ে এসেছিলেন। তাঁদের একত্র করেছিলেন। আর এভাবেই তিনি একটি সংযুক্ত ও শক্তিশালী ভারতের স্বপ্ন দেখেছিলেন।

অজিত দোভালের মতে, ইতিহাস নেতাজির প্রতি সদয় নাও হয়ে থাকতে পারে, কিন্তু তিনি দেশের অগণিত মানুষের হৃদয়ে এবং মনে ছাপ রেখে দিয়েছেন। সেইসব মানুষের যাঁরা তাঁর স্বাধীনতার অসামান্য লড়াইয়ের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন।

অজিত দোভালের বক্তব্যকে খণ্ডন করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রশ্ন তুলেছেন, নেতাজি থাকলেই যে ভারত ভাগ হতনা, এমনটা হলফ করে বলা যায়না। কারণ নেতাজি ১৯৪০ সালে ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন। ফলে এ প্রশ্ন বৈপরীত্যে ভরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk