ফাইল : কাজল ও অজয় দেবগণ, ছবি - আইএএনএস
৫০ বছরে পা দিলেন বলিউড স্টার অজয় দেবগণ। মঙ্গলবার ছিল তাঁর জন্মদিন। জন্মদিনে স্ত্রীয়ের কাছ থেকে একটা অন্যরকম প্রশংসা পেলেন অজয়। অজয় পত্নী অভিনেত্রী কাজল স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেছেন অজয় দেবগণ নাকি ৫০ বছরে আগের চেয়েও অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গেছেন। স্বামীকে এক দাপুটে এবং সিরিয়াস স্বামী হিসাবেই তুলে ধরেছেন কাজল।
বলিউডে অভিনেতা ও অভিনেত্রীর মধ্যে বিয়ে নতুন নয়। তবে অনেক ক্ষেত্রেই দেখা গেছে সেই সম্পর্কে চিড় ধরেছে বা ভেঙে গেছে। কিন্তু বলিউডে অজয় কাজলের দাম্পত্য নিয়ে কোনও কথা কখনও শোনা যায়নি। কখনও এঁদের সম্বন্ধে কোনও মুখরোচক খবরও কোথাও প্রকাশ পায়নি। নির্ভেজাল সুন্দর দাম্পত্য। ১৯৯৯ সালে বিয়ে হয় ২ জনের। আজ বিশ বছর পার করেও সেই বিবাহিত সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে চলেছে।
অজয় ও কাজলের ২টি সন্তান। নিশা ও যুগ। সুখের সংসার যাকে বলে এঁদের তাই। ফুল অর কাঁটে দিয়ে সিনেমায় হাতে খড়ি হয় অজয় দেবগণের। তারপর বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। হিট করেছে সেসব সিনেমা। গঙ্গাজল, দৃশ্যম বা সিংহমের মত হিট সিনেমা রয়েছে তাঁর পকেটে। পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। এখন ৫০-এ পা দিয়ে বিনোদন দুনিয়াকে এখনও বহু কিছু দেওয়ার রইল তাঁর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা