SciTech

ভারতীয় বিজ্ঞানীর আবিষ্কার, আসছে চেনা ধাতুর পর্দায় মোড়া মাস্ক

করোনা রুখতে মাস্ক আবশ্যিক। মাস্ককে কতটা সুরক্ষিত করে তোলা যায় তার গবেষণা হয়ে চলেছে। এবার এক ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী তৈরি করলেন বিশেষ মাস্ক।

Published by
News Desk

এমন বেশ কিছু পেশা রয়েছে যেখানে সারাদিন মানুষের মুখোমুখি হতে হয়। কথা বলতে হয় তাঁদের সঙ্গে। পর্যটন থেকে হোটেল, রেস্তোরাঁ সহ এমন অনেক পেশা রয়েছে যেখানে দিনের একটা বড় সময় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেতে হয়। ফলে করোনার ঝুঁকিও বাড়ে।

এঁদের সুরক্ষিত রাখতেই মূলত একটি বিশেষ ধরনের মাস্ক তৈরি করে ফেললেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ভারতীয় গবেষক অজয় আলুরি। তিনি একটি ৩ স্তরের মাস্ক তৈরি করেছেন। যাতে একটি স্তর তৈরি হয়েছে তামা দিয়ে।

৩টি স্তরের এই মাস্কের একটি স্তরে ব্যবহার হয়েছে তামার ন্যানো কোটেড কাপড়। অন্য ২টিতে ব্যবহার হয়েছে বাঁশের তন্তু থেকে তৈরি সুতোর কাপড় এবং একটি বায়োমেটিরিয়াল ফিল্টার।

অজয় আলুরির দাবি, এই মাস্ক শুধু সুরক্ষাই দেবে না, দেবে দীর্ঘক্ষণ পরে থাকার মত স্বাচ্ছন্দ্য। যাঁদের দিনে ঘণ্টার পর ঘণ্টা মাস্ক পরে থাকতে হয় তাঁদের জন্য মাস্ক পরে থাকাকালীন আরাম ও স্বাচ্ছন্দ্য অত্যন্ত জরুরি। তাঁদের জন্য এই মাস্ক কার্যকরি।

কারণ এটি কানে লাগাতে হয়না। মাস্কটিকে ধরে রাখার জন্য মাথার পিছনে বাঁধার বন্দোবস্ত করা হয়েছে। এছাড়া এমন কাপড় ব্যবহার করা হয়েছে যাতে মাস্ক পরার ক্লান্তি বা মুখে দাগ বা ব়্যাশ বার হওয়ার সমস্যা না হয়।

অজয় আলুরি জানিয়েছেন তিনি নিজেই এই তামার স্তর বিশিষ্ট মাস্ক পরে আমেরিকা থেকে ভারতে ১৪ ঘণ্টা বিমানে থেকেছেন। কেবল খাবার ও জল খাওয়ার জন্য মুখ থেকে মাস্ক নামিয়েছিলেন। বাকি সময় মুখে মাস্ক ছিল। আর তাতে তাঁর কোনও সমস্যা হয়নি। এখন এই মাস্ক কবে বাজারে আসে সেদিকে তাকিয়ে অনেকেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts