Entertainment

শেহনাজের বায়োপিকে রাই সুন্দরী?

Published by
News Desk

রূপচর্চার জগতে শেহনাজ হুসেন একটা ব্র্যান্ড। যাঁর তৈরি প্রসাধনী সারা দেশ জুড়ে জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে। খুব তাড়াতাড়ি শেহনাজের বায়োপিক আসতে চলেছে সিনেমার পর্দায়। ছবির পরিচালক পূজা বেদী। মুখ্য চরিত্রে তাঁর পছন্দ ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। অবশ্য ছবির চিত্রনাট্য লেখক কমলেশ পাণ্ডে চাইছেন ঐশ্বর্য রাই বচ্চন মুখ্য চরিত্রে অভিনয় করুন।

তিনি মনে করেন শেহনাজের চরিত্রে অভিনয় করার জন্য যে আভিজাত্যের প্রয়োজন তা ঐশ্বর্যর মধ্যে নিপুণভাবে রয়েছে। শেহনাজ নিজেও চান তাঁর বায়োপিকে ঐশ্বর্য রাইই অভিনয় করুন। ফলে পরিচালক পূজা বেদী চিত্রনাট্য নিয়ে কথা পেড়ে ফেলেছেন রাই সুন্দরীর কাছে। এখন দেখা যাক শেহনাজের চরিত্রে কে শেষ পর্যন্ত রূপোলী পর্দায় কামাল দেখান।

Share
Published by
News Desk

Recent Posts