Entertainment

গৃহবধূদের নিয়ে কি এমন বললেন ঐশ্বর্য যে তোলপাড় দেশ

অভিষেক ঘরণী নাকি বেশ জানেন ঘর আর বাইরে কিভাবে তাল মিলিয়ে সামাল দিতে হয়। তাই পুরুষ তো বটেই, রাই সুন্দরির মহিলা ভক্তের সংখ্যা কম নয়।

Published by
News Desk

গৃহবধূরা সংসারের কাণ্ডারি। কিন্তু তাঁদের রাতদিন এক করা পরিশ্রম কোথাও সেই অর্থে কোনও তারিফ পায়না। তাঁদের সেই তথাকথিত ‘থ্যাংকলেস জব’-কে এবার প্রশংসায় ভরিয়ে দিলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন।

অভিষেক ঘরণী নাকি বেশ জানেন ঘর আর বাইরে কিভাবে তাল মিলিয়ে সামাল দিতে হয়। তাই পুরুষ তো বটেই, রাই সুন্দরির মহিলা ভক্তের সংখ্যা কম নয়। এবার তাঁর মুখে শোনা গেল দেশের তামাম গৃহবধূদের কাজের প্রশংসা। গৃহবধূদের দেশের সবচেয়ে বড় সিইও বলে ব্যাখ্যা করলেন তিনি।

সম্প্রতি নিজের ছবি ‘ফ্যানি খান’-এর প্রচারে একটি ডান্স রিয়্যালিটি শো-তে গিয়েছিলেন ঐশ্বর্য। সেখানে তিনি বলেন, একজন গৃহবধূ হলেন দেশের সবচেয়ে বড় সিইও। আমাদের দেশে এবং গোটা বিশ্বে তাঁদের প্রশংসা পাওয়া উচিত।

ওই ডান্স শো-এর একজন বিচারক গায়ক বিশাল দদলানি বলেন, বাড়িতে ঐশ্বর্য অন্যান্য গৃহবধূর মতই। স্মৃতিচারণা করে তিনি বলেন, একবার অমিতাভ বচ্চন নিমন্ত্রণ করেছিলেন। সেখানে ঐশ্বর্য নিজে হাতে খাবার পরিবেশন করেছিলেন।

ঐশ্বর্য যে সংসার ও কাজের জগতের মধ্যে সামঞ্জস্য রাখতে পারেন তার নমুনা পাওয়া যায়। কিছুদিন আগে তিনি মেয়ে আরাধ্যাকে নিয়ে প্যারিস গিয়েছিলেন। নিজের চুক্তিবদ্ধ কাজের জন্যই গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে সময় বার করে তিনি মেয়েকে একাধিক জায়গায় ঘুরতে নিয়ে যান। সময় কাটান তার সঙ্গে।

Share
Published by
News Desk

Recent Posts