Entertainment

ঐশ্বর্য ও প্রাক্তন প্রেমিক পাশাপাশি! নেপথ্যে সেলফি

Published by
News Desk

৯ বছর পর ফের একসঙ্গে একই আলোকবৃত্তের তলায় এলেন তাঁরা। তবে কিছুটা দূরত্ব বজায় রেখেই। দূরত্ব তো থাকবেই। কারণ, ঐশ্বর্য রাই বচ্চন এসেছেন তাঁর কর্তামশাই অভিষেক বচ্চনের সঙ্গে। আর বিবেক ওবেরয় এসেছেন তাঁর ঘরণীর সঙ্গে। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার একই ফ্রেমে ধরা পড়ার এই কৃতিত্বের প্রাপক অবশ্য একজন। ৬ দিনের ভারত সফরে আসা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গত বৃহস্পতিবার মুম্বইয়ের একটি অনুষ্ঠানে নেতানিয়াহু সপত্নীক সেলফি তোলেন বি-টাউনের ‘হুজ হু’-দের সঙ্গে। সম্মানীয় অতিথির আবদার বলে কথা। ঝটপট সেলফি মুডে ধরা দেন বিগ বি, পরিচালক করণ জোহর, সেন্সর বোর্ডের প্রধান প্রসূন যোশীসহ আরও অনেকে। সেই সেলফি ফ্রেমে নিজেদের বন্দি করেন ঐশ্বর্য ও বিবেকও। ঐশ্বর্য রাই ও বিবেক ওবেরয়ের মাখোমাখো প্রেমকথা বলিউড কেন গোটা দেশেরই অজানা নয়। পরে অবশ্য দুজনের দূরত্ব তৈরি হয়। কিন্তু সে অনেক দিনের কথা। তারপর দুজনেই চলেছেন নিজের পথে। সাফল্য, বিবাহিত জীবন এসেছে দুজনের ঝুলিতেই। কিন্তু দুজনকে একসঙ্গে আর দেখা যায়নি। অবশেষে এতকাল পরে হল। যা নিয়ে বলিউড পাড়ায় যৎকিঞ্চিত রঙ্গরসিকতাও নাকি হয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts