Categories: Kolkata

কলকাতা-দুর্গাপুর-দিল্লি উড়ান বন্ধ করছে এয়ার ইন্ডিয়া

Published by
News Desk

আগামী ১৭ জুন থেকে কলকাতা-দুর্গাপুর-দিল্লি উড়ান বন্ধ করে দিচ্ছে এয়ার ইন্ডিয়া। এদিন একথা জানিয়ে দিয়েছে সংস্থা। কারণ হিসাবে লোকসানকেই সামনে এনেছে তারা। তাদের দাবি, এই রুটে যাত্রী সংখ্যা কম হওয়ায় লোকসানের মুখে পড়তে হচ্ছে সংস্থাকে। গত ডিসেম্বরে ঢাকঢোল পিটিয়েই অন্ডাল এয়ারপোর্ট থেকে শুরু হয় এই পরিষেবা। আর তার ঠিক ছ’মাস পরেই তা বন্ধ হয়ে যাচ্ছে। সূত্রের খবর, এই রুটে বিমান চালাতে গিয়ে মোটা অঙ্কের লোকসানের মুখে পড়তে হচ্ছে এয়ার ইন্ডিয়াকে। চুক্তি অনুযায়ী বিপিসিএল বা বেঙ্গল এরোট্রোপলিস প্রজেক্টস লিমিটেড তাদের খরচের একটা অংশ ভর্তুকি দেবে।  কিন্তু সেই ভর্তুকির টাকা নাকি এখনও পায়নি এয়ার ইন্ডিয়া। ফলে তারা এই পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও একথা খোলাখুলি জানায়নি এয়ার ইন্ডিয়া।

Share
Published by
News Desk
Tags: Air India

Recent Posts