Business

সংস্থার কর্মীদের আগাম সতর্ক করলেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান

Published by
News Desk

রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়া বিক্রি হওয়া এখন সময়ের অপেক্ষা। সরকার আর এর বোঝা বইতে পারবেনা বলে আগেই হাত তুলে দিয়েছে। জানিয়ে দিয়েছে কোনও সংস্থা এয়ার ইন্ডিয়া কিনতে চাইলে তারা আবেদন করতে পারে। বেসরকারি উড়ান সংস্থা ইন্ডিগো উৎসাহও দেখিয়েছে। এই অবস্থায় যে কোনও সময়ে এয়ার ইন্ডিয়ার হাতবদল হতে পারে। তার আগে এদিন আগাম এয়ার ইন্ডিয়ার কর্মচারিদের সতর্ক করে রাখলেন সংস্থার চেয়ারম্যান অশ্বিনী লোহানি।

লোহানি জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজ করার ধরণ একরকম। আর বেসরকারি কর্পোরেট সংস্কৃতি আর একরকম। তাই এবার যেন কর্পোরেট সংস্থায় কাজের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন কর্মচারিরা। কারণ এতদিন কাজ করার পর এটা একটা নতুন কর্মসংস্কৃতি হতে চলেছে তাঁদের জন্য। তবে লোহানির আশ্বাস, কর্মচারিদের স্বার্থ যাতে হাতবদলের পরও সুরক্ষিত থাকে সেদিকে নজর রাখা হবে।

Share
Published by
News Desk

Recent Posts