National

বিমানের সিটে বসে মলত্যাগ, প্রস্রাব এবং থুতু ফেলে কাণ্ড ঘটালেন এক যাত্রী

দেশের ২ প্রধান শহরের একটি থেকে অন্যটিতে যাচ্ছিল বিমানটি। সেই যাত্রাপথের মাঝে বিমানের সব যাত্রীই কার্যত কখন নামবেন তার মিনিট গুনছিলেন।

Published by
News Desk

মুম্বই থেকে দিল্লি উড়ে যাচ্ছিল বিমানটি। এয়ার ইন্ডিয়ার বিমানটির ১৭এফ নম্বর সিটে বসেছিলেন উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়ালের বাসিন্দা রাম সিং নামে এক ব্যক্তি। তাঁরও গন্তব্য ছিল দিল্লি।

আচমকাই এই রাম সিং এক কাণ্ড ঘটান। বাথরুমে যেতে পারতেন তিনি। কিন্তু তা না গিয়ে বিমানের মধ্যেই তিনি মলত্যাগ করে দেন। সেই সঙ্গে প্রস্রাবও করেন। আবার থুতুও ফেলেন।

যা দেখে কার্যত তাঁর আশপাশে বসা যাত্রীদের ঘেন্নায় গা গুলিয়ে ওঠে। বিষয়টি এক বিমানকর্মীরও নজরে পরে। তিনি দ্রুত এসে ওই যাত্রীর আশপাশের যাত্রীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যান। রাম সিংকে সেখানেই বসিয়ে রাখেন। খবর যায় পাইলটের কাছে। পাইলট দ্রুত এই বিষয়টি বিমান সংস্থাকে জানান।

এদিকে বিমানের মধ্যের অন্য যাত্রীরাও এই অবস্থায় নিজের সিটে বসে থাকার মত মানসিক অবস্থায় ছিলেননা। নাক চাপা দিয়ে তাঁরা কতক্ষণে দিল্লিতে অবতরণ করবেন সেই সেকেন্ড গুনছিলেন। অবস্থা এমন যে তখন বিমান থেকে তাঁরা নামতে পারলে বাঁচেন।

দিল্লিতে নামার পর ওই ব্যক্তিকে গ্রেফতারও করা হয়। আদালতে পেশ করা হলে আদালত তাঁর জামিন মঞ্জুর করে। এদিকে এই ঘটনার পর ওই সিট ও তার আশপাশের অবস্থা খতিয়ে দেখতে বিমানে হাজির হন সুরক্ষার দায়িত্বে থাকা বিমান সংস্থার আধিকারিক।

বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করার সেই কিছুদিন আগের ঘটনার কথা এই ঘটনা ফের মনে করিয়ে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk