National

বিমানের দরজা বন্ধ করতে গিয়ে নিচে আছড়ে পড়লেন বিমানসেবিকা

Published by
News Desk

বিমানের দরজা থেকে নিচের টারম্যাক। এই দূরত্বটা নেহাত কম নয়। এতটাই নিচে আছাড় খেয়ে পড়লেন এক বিমান সেবিকা। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শরীরে অনেকগুলি আঘাত পেয়ছেন তিনি। ঘটনাটি দুর্ভাগ্যজনক বলে জানিয়েছে সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। ঘটনার জেরে বিমান ছাড়তেও এক ঘণ্টার ওপর দেরি হয়ে যায়।

সোমবার সকাল ৭টা নাগাদ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দিল্লির উদ্দেশে উড়ে যাওয়ার বন্দোবস্ত করছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। যাত্রীরা বিমানে চড়ে যাওয়ার পর বিমান ছাড়ার আগে বিমানের মূল ফটক বন্ধ করা হয়। সেই কাজটাই করছিলেন বিমানসেবিকা হর্ষা লোবো। আচমকাই তিনি দরজা বন্ধ করতে গিয়ে টাল সামলাতে না পেরে নিচে পড়ে যান। গিয়ে পড়েন একেবারের টারম্যাকে। শক্ত টারম্যাকে ভয়ংকর চোট পান তিনি। ৫৩ বছর বয়স্ক যন্ত্রণাকাতর হর্ষা লোবোকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk