ফাইল : অগ্নিমিত্রা পল, ছবি - আইএএনএস
কেবল নরেন্দ্র মোদীর জন্যই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি মোদীর একজন বড় ফ্যান। আর তাঁর নেতৃত্বে কাজ করতে পারলে খুশি হবেন। তিনি কেবল ও কেবলমাত্র নরেন্দ্র মোদীর জন্য বিজেপিতে যোগ দিয়েছেন। এর চেয়ে বেশি কিছু নয়। তিনি মোদীর বক্তব্য শুনতে পছন্দ করেন। মোদীর বিদেশনীতির জন্যই ভারত এখন একটা শক্তিশালী অবস্থায় এসে দাঁড়িয়েছে বলে মনে করেন তিনি। তিনি বাংলার সুপ্রসিদ্ধ ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। সদ্য বিজেপিতে যোগ দেওয়া এই ডিজাইনারের দাবি তিনি রাজনীতির সঙ্গে কখনই যুক্ত ছিলেননা। কেবল নরেন্দ্র মোদীর জন্যই তাঁর বিজেপি যোগদান।
তাহলে কী তিনিও এবার বাংলা থেকে বিজেপির একজন তারকা প্রার্থী হতে চলেছেন? অগ্নিমিত্রার দাবি, তিনি প্রস্তুত। তবে তিনি দলের ওপর ভরসা করেন। যদি দল চায় তবে তিনি ভোটে লড়বেন। সেক্ষেত্রে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারলে তিনি খুশি হবেন বলে জানান অগ্নিমিত্রা।
তাঁর মতে, এখন তিনি নতুন। কিন্তু যখন ১৯৯৭ সালে তিনি ডিজাইনিং করা শুরু করেন তখন সেখানেও তিনি নতুনই ছিলেন। এখন তিনি ওই বিষয়ে যথেষ্ট জানেন। তাই এখন না হলেও আগামী দিনে যে তিনি একজন ভাল রাজনীতিবিদ হতে পারবেন না একথা কে বলতে পারে!
নিজে বিজেপিতে যোগ দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের বিরুদ্ধে কিন্তু একটি কথাও বলেননি অগ্নিমিত্রা। সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বরং মমতার প্রশংসাই করেন। মুখ্যমন্ত্রীর লড়াই ও এখন তিনি যে জায়গা তৈরি করেছেন একজন মহিলা হিসাবে তার তারিফ করেন অগ্নিমিত্রা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা