SciTech

পারমানবিক শক্তি বহনে সক্ষম অগ্নি-৪-এর উৎক্ষেপণ সফল

Published by
News Desk

পারমানবিক অস্ত্র বহনে সক্ষম ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র অগ্নি-৪ এর সফল উৎক্ষেপণ হল রবিবার। ওড়িশার এপিজে আবদুল কালাম দ্বীপের লঞ্চপ্যাড থেকে নির্দিষ্ট লক্ষ্যে উড়ে যায় ক্ষেপণাস্ত্রটি। রবিবার সকাল সাড়ে আটটায় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা হয়।

ভারতীয় সেনার স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এই উৎক্ষেপণ করে। সেনা সূত্রে সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, যাঁরা প্রয়োজনে এই ক্ষেপণাস্ত্র ছুঁড়বেন, তাঁদের প্রশিক্ষণ দিতেই এদিন অগ্নি-৪-কে উৎক্ষেপণ করা হয়।

দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৪ এদিন সফলভাবেই উৎক্ষেপণ হয়েছে। এই একই জায়গা থেকে ডিসেম্বরের শুরুতে অগ্নি-৫-এর সফল উৎক্ষেপণ হয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts