World

কাবুলের রাস্তায় ট্রাক বোমা বিস্ফোরণ, মৃত ৮০

Published by
News Desk

ভয়ংকর বিস্ফোরণে কাবুলে মৃত্যু হল ৮০ জনের। আহত প্রায় ৩৫০ জন। কাবুলে ভারতীয় দূতাবাসের কাছেই বিস্ফোরণটি হয়। ঘটনার দায় স্বীকার করেছে সন্ত্রাসবাদী সংগঠন আইএস। বেশ কয়েক মাসের মধ্যে আফগানিস্তানে এত বড় বিস্ফোরণ ঘটেনি। এদিন মধ্য কাবুলের জনবহুল এলাকায় একটি ট্রাক ঢুকে পড়ে। তারপর তাতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে বহু মানুষ রক্তাক্ত অবস্থায় ছিন্নভিন্ন হয়ে ছিটকে পড়েন। অনেকেরই দেহাংশ উড়ে যায়। মুহুর্তের মধ্যে আর্তনাদ, ধ্বংসস্তূপ আর পোড়া ধোঁয়ার গন্ধে এলাকা ভরে যায়। পুলিশ দ্রুত এলাকা ঘিরে ফেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বা পরেও অনেকের মৃত্যু হয়। এখনও আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি মানুষজন। এদিকে এত মানুষের চিকিৎসায় প্রচুর রক্তের প্রয়োজন। যা কাবুলের সব ব্লাডব্যাঙ্ক মিলিয়েও পাওয়া মুশকিল। তাই আফগান সরকারের তরফে কাবুলের মানুষকে রক্ত দিতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। যেখানে এই ট্রাক বোমা বিস্ফোরণ হয়েছে, সেখানে ভারত ছাড়াও অনেক দেশের দূতাবাস রয়েছে। কোনও দূতাবাসের কারও ক্ষতি না হলেও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

 

Share
Published by
News Desk