World

রমজানের প্রথম দিনেই রক্তাক্ত আফগানিস্তান

Published by
News Desk

শনিবার থেকেই শুরু হয়েছে মুসলিমদের পবিত্র রমজান মাস। আর রমজান মাসের প্রথম দিনেই রক্ত ঝরল আফগানিস্তানে। আফগানিস্তানের খোস্ত শহরে এদিন আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। খোস্ত শহরে বাসস্ট্যান্ড লাগোয়া ফুটবল মাঠ। আর তার পাশেই আফগান সেনা ছাউনি। এদিন সেই বাস স্ট্যান্ডেই গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। যাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ জনের। আহত ৬ জন। বিস্ফোরণের মূল লক্ষ্য আফগান সেনা ছাউনি ছিল বলেই অনুমান পুলিশের। এখনও কোনও সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। গত শুক্রবার কান্দাহার সেনা ছাউনিতে হামলা চালিয়ে ১৫ জন আফগান সেনাকে হত্যা করেছে জঙ্গিরা। এবার রমজানের প্রথম দিনেই নাশকতার ঘটনা ঘটাল তারা।

 

Share
Published by
News Desk