Categories: World

কাবুলে বিক্ষোভ মিছিলে বিস্ফোরণ, মৃত ৮০

Published by
News Desk

ফের জোড়াল বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। শনিবার পাওয়ার ট্রান্সমিশন লাইনের রুট বদলের দাবিতে কাবুলের দেহ মাজাঙ্গ স্কোয়ারে জড়ো হয়েছিলেন বহু মানুষ। সেখানে বিক্ষোভ মিছিল বার করেন তাঁরা। পুলিশের দাবি, সেখানেই দুই আত্মঘাতী জঙ্গি গায়ে বিস্ফোরক বেঁধে বিক্ষোভকারী সেজে ভিড়ে ঢুকে পড়ে। তারপর দুই জঙ্গিই নিজের গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ছিটকে পড়ে বহু মানুষের দেহ। রাস্তার ওপর মানুষের দেহাংশও পাওয়া গিয়েছে। ঘটনায় অন্তত ৮০ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ২০০-র ওপর মানুষ আহত হয়েছেন। যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইদানিংকালের মধ্যে কাবুলে এতবড় হামলা হয়নি। বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইসিস।

Share
Published by
News Desk