World

সাতসকালে ৩টি বিস্ফোরণ কেড়ে নিল ৭টি প্রাণ

Published by
News Desk

জঙ্গি নাশকতার শিকার হলেন ৭ জন। আহত ২১ জন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে প্রথম বিস্ফোরণটি হয়। একটি মানববোমা মোটর সাইকেলে করে একটি বাসের কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায়। বাসে তখন খনি ও জ্বালানি মন্ত্রকের কর্মীরা ছিলেন। বাসের কাছে বিস্ফোরণে তখন হৈহৈ পড়ে গেছে, পুলিশ ছুটে এসেছে। মানুষজন চারপাশে ছোটাছুটি শুরু করছেন। ঠিক তখনই দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে ওখানেই।

তৃতীয় বিস্ফোরণটি হয় শহরের একদম অন্য প্রান্তে। এই এলাকায় মানুষের বসবাস বেশ ভাল। এছাড়া কিছু কারখানাও রয়েছে। সেখানে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি এসে থামে। তারপর গাড়ির মধ্যে থাকা ব্যক্তি বিস্ফোরণটি ঘটিয়ে দেয়। গাড়িটি উড়ে যাওয়ার পাশাপাশি এক তীব্র বিস্ফোরণ হয়। চারপাশ মোটামুটি তছনছ করে দেয়।

ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের রাজধানী কাবুলে। ৩টি বিস্ফোরণ মিলিয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। পরপর ৩টি বিস্ফোরণ ঘটিয়ে কার্যত কাবুল জুড়ে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার পরও কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে পুলিশের অনুমান এই ঘটনার পিছনে তালিবানের হাত থাকতে পারে। আফগানিস্তানে তালিবান জঙ্গিদের ওপর পরপর আক্রমণ হেনেছে আফগান সেনা। এবার তার পাল্টা হানা করে তালিবানরা নিজেদের শক্তি জানান দেওয়ার চেষ্টা করল বলে মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Afghanistan

Recent Posts