ফাইল : কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলে সুরক্ষাবাহিনী, ছবি - আইএএনএস
ভলিবল ম্যাচ চলছিল গত শুক্রবার সন্ধেয়। টানটান ম্যাচ দেখতে বহু দর্শক হাজির হয়েছিলেন ভলিবল মাঠে। কোর্টের চারপাশে ভিড় করে ম্যাচের আনন্দ উপভোগ করছিলেন সকলে। পছন্দের দলকে আরও ভাল খেলার জন্য উৎসাহ দিচ্ছিলেন। কিন্তু ম্যাচের আনন্দকে মুহুর্তে মুছে দিয়ে তীব্র বিস্ফোরণ ঘটে কোর্টের মাঝে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। ২০ জন গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন দর্শক থেকে খেলোয়াড় সকলে। চারদিক ধোঁয়ায় ভরে যায়। পোড়া বারুদের গন্ধ আর আর্ত চিৎকারে চারপাশ ভরে ওঠে।
গত শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটে আফগানিস্তানের বাগলান প্রদেশে। কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের পিছনে কাদের হাত রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)