World

বিস্ফোরণ ঘটিয়ে সরকারি দফতরে গুলিবর্ষণ, মৃত ৪৩

Published by
News Desk

মৃত সেনা বা এমন পরিবার যাঁরা জঙ্গি হানায় তাঁদের পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদের সরকারি সাহায্য প্রদান করা হয় এই দফতর থেকেই। ফলে সারা দিনই এখানে মানুষের ঢল লেগে থাকে। অফিসটি আফগানিস্তানের কাবুলের মাকরুয়ান-এ-আওয়াল এলাকায়। যেখানে চারপাশে বিভিন্ন সরকারি দফতর আর বিদেশি দূতাবাসের ভিড়। গত সোমবার আচমকাই ওই সরকারি ভবনের সামনে একটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। প্রবল বিস্ফোরণটি ঘটানো হয় একেবারে ভবনের মূল ফটকে। যাতে সেখান দিয়ে কেউ বার হতে না পারেন। সেখানে আগুন জ্বলে ওঠে। এই সুযোগে ২ বন্দুকবাজ ঢুকে পড়ে ভবনের মধ্যে। ঢুকেই ভিড়ে ঠাসা ওই সরকারি দফতরে গুলি চালাতে শুরু করে তারা। একের পর এক মানুষ লুটিয়ে পড়তে থাকেন মেঝেতে। এভাবেই বেশ কিছুক্ষণ রক্তের হোলি খেলে পালায় জঙ্গিরা।

এই ঘটনায় কয়েকজন পুলিশকর্মী সহ ৪৩ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালে বহু মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এখনও কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। আইএস এবং তালিবান ২ জঙ্গিগোষ্ঠীই এই ধরণের আক্রমণ আগে চালিয়েছে। ফলে কারা এর পিছনে রয়েছে তা পরিস্কার নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। মাঝে কিছুদিন আফগানিস্তানে জঙ্গি হামলায় লাগাম দেওয়া সম্ভব হলেও ফের মাথা চাড়া দিচ্ছে হামলার ঘটনা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts