World

জেলকর্মীদের গাড়িতে আত্মঘাতী হামলা, মৃত ৭

Published by
News Desk

পুল চরকি সংশোধনাগারের কর্মীদের নিয়ে একটি গাড়ি বুধবার সকালে আসছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা। আফগান রাজধানী শহর কাবুলে তখন ব্যস্ততা বাড়ছে। গাড়িটি তখন পৌঁছয় প্রায় সংশোধনাগারের গেটে। গেটের বাইরে তখন বহু মানুষ অপেক্ষায়। ভিতরে প্রবেশ করার আগে কড়া পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় তাঁদের। সেইসময় এক আত্মঘাতী হামলা হয় কারাকর্মীদের ওই গাড়িতে। ভয়ংকর বিস্ফোরণে ছিটকে পড়েন অনেকে। বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ সুরক্ষা কর্মী এবং ১ শিশু সহ ৪ আম নাগরিক।

কোনও সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। ঘটনার পরই গোটা এলাকা ঘিরে খানাতল্লাশি শুরু করে পুলিশ। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা আপাতত চিকিৎসাধীন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk