World

কাবুলে ক্রিকেট মাঠের কাছে মানব বোমা বিস্ফোরণ, মৃত ৩

Published by
News Desk

বুধবার সকালে কাবুলের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের কাছেই একটি চেকপয়েন্টে এক জঙ্গি নিজের গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। বিস্ফোরণে কেঁপে ওঠে সবদিক। মানব বোমা বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়। এরমধ্যে ২ জন পুলিশকর্মী ও ১ জন সাধারণ মানুষ। আহত বেশ কয়েকজন।

এদিকে ঠিক তখন ক্রিকেট মাঠে প্রতিযোগিতা চলছিল। তবে সব ক্রিকেটার অক্ষত আছেন বলে পরে জানায় আফগান ক্রিকেট বোর্ড। এখনও কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে আফগান পুলিশের প্রাথমিক ধারণা এর পিছনে তালিবানদের হাত রয়েছে। তদন্ত শুরু করেছে আফগান পুলিশ।

Share
Published by
News Desk