World

ওত পেতে ছিল আততায়ীরা, রাস্তায় খুন পুলিশ আধিকারিক

Published by
News Desk

তাঁর যাত্রাপথে লুকিয়ে ছিল বিপদ। টেরও পাননি তিনি। আফগানিস্তানের কুন্দুজ থেকে তাখার যাচ্ছিলেন আফগান ন্যাশনাল সিভিল অর্ডার পুলিশের কমান্ডার শাহ তাউস। রাস্তায় তারতুত এলাকায় আচমকাই ওত পেতে থাকা আততায়ীরা তাঁর ওপর হামলা চালায়। হামলায় শাহ তাউস সহ তাঁর ২ দেহরক্ষীর প্রাণ যায়। অপর ৪ জন দেহরক্ষীও গুলিবিদ্ধ হন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

হেরাট প্রদেশে গত শনিবারই আফগান পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৮ তালিবান জঙ্গির। সেই ঘটনার একদিন পরই এভাবে হামলা হল পুলিশের উচ্চপদস্থ কর্তার ওপর। যদিও এই হামলার দায় তালিবান স্বীকার করেনি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts