World

কর্মীদের ফেরানোর উদ্যোগ, কাবুলে ভারতীয় দূতাবাস ঘিরে রেখেছে আইটিবিপি

সব দেশই তাদের দূতাবাস ফাঁকা করছে। কাবুলের ভারতীয় দূতাবাসের কর্মীদের দেশে ফেরানোর উদ্যোগ শুরু করল কেন্দ্র। এদিকে সেখানে দূতাবাস ঘিরে রেখেছে আইটিবিপি।

Published by
News Desk

মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস ফাঁকা করেছে আগেই। নষ্ট করে দিয়েছে গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার সহ অন্য যন্ত্রপাতি। যাতে তা কারও হাতে না পড়ে।

অন্য অনেক দেশ তাদের দূতাবাস ফাঁকা করে নিজেদের কর্মীদের দেশে ফিরিয়েছে বা ফেরাচ্ছে। ভারতীয় দূতাবাসের সব কর্মী এখন আর সেখানে নেই। কয়েকজনকে ফেরানো হয়েছে। তবে দূতাবাস ফাঁকা করা হয়নি। সেখানে এখনও কম সংখ্যক কর্মী নিয়ে কাজ চলছে।

এদিকে কাবুলের দখল এখন তালিবানের হাতে। তাই যাতে ভারতীয় দূতাবাসে কোনও হামলা না হয় সেজন্য ভারতীয় দূতাবাস ঘিরে ফেলা হয়েছে। দূতাবাস ঘিরে রেখেছে আইটিবিপি বা ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ।

ভারত সরকারের তরফেও উদ্যোগ শুরু হয়েছে। যাতে যত দ্রুত পারা যায় দূতাবাস ফাঁকা করে ফেলা যায়। দূতাবাসের কর্মীরা যেদিন দেশে ফিরবেন সেদিনই আইটিবিপি কর্মীদেরও দেশে ফেরানো হবে।

কাবুল বিমানবন্দরে এদিকে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন যদি একটা বিমান পাওয়া যায়। যদি কোনওভাবে মাথা গুঁজে দেশ থেকে পালানো যায়। ফলে বিমানবন্দরের পরিস্থিতি শোচনীয়। ইতিমধ্যেই সেখান থেকে যাবতীয় বাণিজ্যিক বিমান বাতিল করা হয়েছে।

বিমানবন্দরের সুরক্ষায় মার্কিন সেনা রয়েছে। এদিকে তাদের বিরুদ্ধেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে গুলি চালানোর অভিযোগ উঠেছে।

মার্কিন সেনার গুলিতে ৫ জন মানুষের প্রাণ গেছে। যদিও তাতেও বিমানবন্দরে হাজির হওয়ার প্রবণতা কমেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Afghanistan

Recent Posts