World

জঙ্গিদের গোপন ডেরায় বিমানহানা, মৃত ২৩ জঙ্গি

জঙ্গিদের গোপন ডেরায় হানা দিল যুদ্ধবিমান। কিছু বুঝে ওঠার আগেই ডেরাগুলি গুঁড়িয়ে দেওয়া হয় বিমান থেকে। এই সাফল্যকে বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।

Published by
News Desk

করোনা আবহ বিশ্বজুড়েই বর্তমান। কোথাও কম, তো কোথাও বেশি। এরমধ্যেই চলছে জঙ্গি কার্যকলাপ। অন্যদিকে জঙ্গি নিধনও অব্যাহত।

জঙ্গি নিধনে বড় সাফল্যের নজির তৈরি হল গত বৃহস্পতিবার সন্ধেয়। খবর আগে থেকেই ছিল। সেই গোপন সূত্রের খবর ধরেই কাউকে কিছু জানতে না দিয়েই হয় যুদ্ধবিমান নিয়ে জঙ্গি ডেরায় হানা। আর তাতেই আসে সাফল্য।

সন্ধের অন্ধকারকে কাজে লাগিয়ে হয় বিমানহানা। আফগানিস্তানের বাল্‌খ প্রদেশের বোদানা কালা গ্রামে তালিবান জঙ্গিদের একটি গোপন ঘাঁটি রয়েছে বলে খবর পায় আফগান প্রশাসন।

আফগান সেনা দ্রুত যুদ্ধবিমান প্রস্তুত করে। তারপর বৃহস্পতিবার সন্ধেয় একদম টার্গেট স্থির করে সেখানে হানা দেয়। বিমান থেকে গুঁড়িয়ে দেওয়া হয় তালিবান গোপন ঘাঁটি।

আফগান সেনা জানাচ্ছে এই হানায় ২৩ জন তালিবান জঙ্গির মৃত্যু হয়। ১১ জন জঙ্গি গুরুতর আহত হয়েছে। এছাড়া জঙ্গিদের ডেরা গুঁড়িয়ে গেছে। তাদের প্রচুর জিনিসপত্র নষ্ট হয়েছে। ঘাঁটির বাইরে রাখা মোটরবাইকগুলিও শেষ হয়ে গেছে।

বাল্‌খ এলাকায় তালিবান যথেষ্ট শক্তিশালী। এই হানায় তাদের বড় ধাক্কা দেওয়া গেছে বলেই মনে করছে আফগান সরকার। তবে এ হানা নিয়ে তালিবানের তরফে কিছু জানানো হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Afghanistan

Recent Posts