World

১২ জন পুলিশকর্মী ও ৪ সাধারণ মানুষকে হত্যা করল জঙ্গিরা

১২ জন পুলিশকর্মীকে হত্যা করল জঙ্গিরা। ৪ জন সাধারণ মানুষও জঙ্গিদের গুলির নিশানা হলেন।

Published by
News Desk

কাবুল : গত রবিবার রাত। নিস্তব্ধতা ভেঙে আচমকাই অনেক জঙ্গি একসঙ্গে আচমকা হামলা চালায় পুলিশ স্টেশন ও কাছাকাছি সরকারি দফতরে। পুলিশ স্টেশন ও সরকারি দফতর নিজেদের দখলে নিতে হামলা চালায় তারা। আচমকা আক্রমণের ধাক্কা সামলে পাল্টা গুলি চালায় পুলিশও। শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। যা সোমবার ভোর পর্যন্ত চলে। এই গুলির লড়াইয়ে ৫ পুলিশকর্মী ও ৪ আমজনতার গুলি লেগে মৃত্যু হয়। পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয় ৬ তালিবান জঙ্গির।

রবিবার রাতে ঘটনাটি ঘটে আফগানিস্তানের ইমাম সাহিব জেলায়। সোমবার ভোর পর্যন্ত লড়াই চালিয়ে অবশেষে পিছু হঠে তালিবান জঙ্গিরা। এই ঘটনায় আরও ৮ জন পুলিশকর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন। একই দিনে আফগানিস্তানের বাদাখসান এলাকায় একটি পুলিশ চেকপোস্টেও হামলা চালায় তালিবান জঙ্গিরা।

তালিবান জঙ্গিদের হামলার প্রত্যুত্তর দেয় পুলিশও। শুরু হয় গুলির লড়াই। এখানেও দীর্ঘ সময় গুলির লড়াই চলার পর তালিবানরা পিছু হঠে। এই গুলির লড়াইয়ে ৭ পুলিশ কর্মীর মৃত্যু হয়। ৫ তালিবান জঙ্গিও পুলিশের গুলিতে মারা যায়। প্রসঙ্গত আফগানিস্তানের এই ২টি জায়গাতেই তালিবান যথেষ্ট শক্তিশালী। তারা হামলাও বাড়িয়ে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Afghanistan

Recent Posts