ফাইল : আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণ, ছবি - আইএএনএস
কাবুল : একটি ট্রাকবোঝাই বিস্ফোরক আগেই আনা হয়েছিল। সেটাই একসময় ফাটিয়ে দেয় জঙ্গিরা। বিস্ফোরকবোঝাই একটি ট্রাক বোমার মত ফাটলে তা কতটা ভয়ংকর হতে পারে তা অনুমেয়।
কার্যত গোটা এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে চিৎকার, আর্তনাদ শুরু হয়ে যায়। চতুর্দিকে ছোটাছুটি শুরু হয়ে যায়। মানুষ ঘুম থেকে উঠে আতঙ্কে এদিক ওদিক পালাতে থাকেন। ঘটনাটি ঘটে সোমবার কাকভোরে। তখন সবে পূব আকাশে আলো ফুটতে শুরু করেছে। শহরটা ঘুমে কাতর। ঘড়ির কাঁটায় তখন স্থানীয় সময় ভোর ৪টে ৪০ মিনিট।
আফগানিস্তানের গজনী প্রদেশে গজনী শহরে বিস্ফোরণটি ঘটে। এখানেই সেনা ঘাঁটির ঠিক পাশেই রয়েছে ইসলামিক কালচারাল সেন্টার। তার ঠিক সামনেই বিস্ফোরণ হয়। পুলিশের অনুমান আসলে টার্গেট ছিল সেনা ঘাঁটি। সাধারণ মানুষ অত ভোরে রাস্তায় না থাকায় তাঁদের কেউ মারা যাননি। তবে সুরক্ষাকর্মীদের ৯ জনের মৃত্যু হয়েছে। তাঁরা তখন ওখানে ডিউটিতে ছিলেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ২ কিলোমিটার দূরের বাড়ির জানালাও ভেঙে পড়ে।
তালিবান এই হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে ৯ জন নয়, ১০ জন সুরক্ষাকর্মীর এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে। আফগান সেনার বেশ কিছু গাড়িও তারা ধ্বংস করেছে। প্রসঙ্গত গত সপ্তাহেই আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি আফগান সেনাকে নির্দেশ দেন আর আত্মরক্ষার পদ্ধতি নয়, এবার জঙ্গিদের বিরুদ্ধে যেন আক্রমণাত্মক পদক্ষেপ করা হয়। এদিন তালিবান দাবি করেছে আফগান সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধেই এই হামলা চালিয়েছে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা