World

রাস্তার ধারে বিস্ফোরণ, মৃত ১ পরিবারের ৮ জন

Published by
News Desk

গাড়িতে যাচ্ছিলেন ১০ জন। একই পরিবারের সদস্য। গাড়িটি রাস্তার একটা জায়গায় আসার পর রাস্তার ধারে লুকোনো বিস্ফোরক ফেটে যায়। উড়ে যায় গাড়িটি। গাড়ির মধ্যে থাকা সকলকে পরে পোড়া গাড়ি থেকে বার করা হয়। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। ২ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃতদের মধ্যে ৫টি শিশু রয়েছে।

ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের হেলমন্দ প্রদেশের নজর-এ-সারাজ জেলায়। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টায় ঘটনাটি ঘটে। কোনও সংগঠন এই ঘটনার দায় স্বীকার না করলেও পুলিশের অনুমান একাজের পিছনে তালিবানের হাত রয়েছে। যেখানে গোটা বিশ্বের সঙ্গে আফগানিস্তানও কোভিড-১৯ উদ্বেগে কাবু। সেখানেও এমন মানবতাবিরোধী কাজ চালিয়ে যাচ্ছে কিছু সংগঠন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির পর এখন তালিবানের একটি প্রতিনিধিদল সরকারের সঙ্গে আলোচনা করতে কাবুলেই রয়েছে। সেখানে তালিবান এমন কাণ্ড ঘটালে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করা হচ্ছে। যদিও তালিবানের তরফে এমন কিছুই স্বীকার করা হয়নি। পুলিশের তবু অনুমান, রাস্তার ধারে মাইন পেতে রেখে আফগান সেনার এগোনো রুখতে চেয়েছিল তালিবান। যার শিকার হল একটা নিরীহ পরিবার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Afghanistan

Recent Posts