প্রতীকী ছবি
ছুটিতে ছিলেন তাঁরা। ছুটি কাটিয়ে ফিরছিলেন বাড়ি। এক সপ্তাহের ছুটি কাটিয়ে বাড়ি ফিরছিলেন ৪ বিচারপতি। একই গাড়িতে ছিলেন ৪ জন। কিন্তু জানতেন না ছুটির আনন্দ উপভোগ করার পর রাস্তায় ওঁত পেতে আছে মৃত্যু পরোয়ানা। একসময়ে আচমকাই গাড়ির সামনে এসে পড়ে এক ব্যক্তি। তারপর কিছু বুঝে ওঠার আগেই গুলি চালাতে শুরু করে সে।
ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের মহম্মদ আগা জেলার বাকি আবাদ এলাকায়। এখান দিয়েই যাচ্ছিল বিচারপতিদের গাড়িটি। তখনই তাঁদের ওপর গুলি বর্ষণ করে বন্দুকবাজ। গুলিতে গাড়িতেই ঝাঁঝরা হয়ে যায় ৪ বিচারপতির দেহ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। দ্রুত এলাকা ঘিরে ফেলে পুলিশ। তবে ওই বন্দুকবাজ পালাতে সক্ষম হয়েছে।
এই ঘটনার পিছনে তালিবানের হাত আছে বলে মনে করছে পুলিশ। বন্দুকবাজ আসলে তালিবান জঙ্গি বলে আশঙ্কা করছেন পুলিশ আধিকারিকরা। এলাকা ঘিরে ওই বন্দুকবাজের খোঁজ শুরু হয়েছে। তদন্ত করে তাকে দ্রুত পাকড়াও করার চেষ্টা চলছে। এদিকে তালিবান এই ঘটনার সঙ্গে যুক্ত বলে পুলিশ দাবি করলেও তালিবানের তরফে এখনও কোনও দায় স্বীকার করা হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…