World

হড়কা বানে ১৩ জনের মৃত্যু, ভেসে গেল শতাধিক বাড়ি

Published by
News Desk

টানা বৃষ্টি চলছে ২ দিন ধরে। ফলে অনেক জায়গায় জল বেড়েছে। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বহু গ্রাম চলে গেছে জলের তলায়। প্রবল জলের তোড় অনেক জায়গায় হড়কা বানের পরিস্থিতি সৃষ্টি করেছে। সেই হড়কা বানের করাল গ্রাসে একের পর এক বাড়ি ভেসে চলে গেছে। শতাধিক বাড়ি জলে ভেসে চলে গেছে। হড়কা বানের তোড়ের মুখে পড়ে গিয়ে অনেক মানুষও ভেসে গেছেন। যারমধ্যে ১৩ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

হড়কা বানে ১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে আফগানিস্তানের ঘোর প্রদেশে। এখানকার ফিরোজ কোয়া, তোলাক ও শাহরাক অঞ্চলের অবস্থা সবচেয়ে শোচনীয়। এখানকার অধিকাংশ এলাকা জলের তলায় চলে গেছে। বিভিন্ন জায়গায় হড়কা বানের জেরে প্রবল তোড়ে জল বইছে। অবস্থা আরও শোচনীয় আকার নিচ্ছে বৃষ্টি থামার নাম না নেওয়ায়। বহু মানুষ পরিবার নিয়ে প্রাণ বাঁচাতে নিরাপদ জায়গায় পালানোর চেষ্টা করছেন। বন্যা পরিস্থিতি এমন আকার নিচ্ছে যে স্থানীয় প্রশাসন একা সামাল দেওয়ার মত ভরসা পাচ্ছেনা। স্থানীয় প্রশাসনের তরফে জাতীয় ও আন্তর্জাতিক এজেন্সিগুলিকে বন্যা ত্রাণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts