Entertainment

ভারতকে ধন্যবাদ জানাক পাকিস্তান : আদনান

Published by
News Desk

ভারতীয় সেলিব্রিটিরা অনেকেই পাকিস্তানের মাটিতে জঙ্গি দমনে সার্জিক্যাল স্ট্রাইককে সঠিক পদক্ষেপ বলে ব্যাখ্যা করেছেন। কিন্তু আদনান সামির মত করে বোধহয় কেউ সুর চড়াননি। সুরকার-গায়ক আদনান জন্মসূত্রে পাকিস্তানি হলেও হালে তিনি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন। আর তারপরই ‌যেভাবে উরি হামলা থেকে শুরু করে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে তিনি ভারতের পাশে দাঁড়িয়েছেন তাতে পাকিস্তানে বেজায় চক্ষুশূল হয়েছেন তিনি। অনেকে তো ট্যুইটারে তাঁকে বিশ্বাসঘাতক বলেও বর্ণনা করতে ছাড়েননি। ‌যদিও তাতে আদনানের কিছু ‌যায় আসেনা।

এদিন আদনান ফের একবার ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রশংসা করে জানান, সমালোচনা না করে পাকিস্তানের উচিত সার্জিক্যাল স্ট্রাইকের জন্য ভারতকে ধন্যবাদ জানানো। তাতে ফের একবার পাকিস্তানের বহু মানুষ ক্ষুব্ধ হয়েছেন। ‌যদিও তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়ে আদনান জানিয়েছেন, ভারত ‌যেভাবে জঙ্গি নিকেশ করেছে তাতে পাকিস্তানের ভালই হয়েছে। কারণ পাকিস্তান বারবার বলে আসছিল তারাও সন্ত্রাসবাদের শিকার। তার মানে জঙ্গিরা দুই দেশেরই শত্রু। সেই শত্রুদের ‌যদি ভারত নিকেশ করে থাকে তবে পাকিস্তানের ভারতকে ধন্যবাদ জানাতে অসুবিধা কোথায়!

Share
Published by
News Desk