Entertainment

সব ছবি মুছে আলবিদা লিখে দিলেন আদনান সামি, কেন প্রশ্ন উদ্বিগ্ন অনুরাগীদের

কিছুটা অবাক করেই সোশ্যাল মিডিয়া থেকে সব ছবি মুছে দিলেন গায়ক, সুরকার আদনান সামি। লিখে দিলেন আলবিদা। যা দেখে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।

Published by
News Desk

আদনান সামির নামটা প্রায় সকলের জানা। তাঁর একের পর এক হিট গান তো রয়েছেই, সেইসঙ্গে তাঁর চেহারাও কিন্তু আলোচ্য হয়েছে বারবার। একটা সময় অতি স্থূল চেহারার আদনান এখন ছিপছিপে চেহারায় নিজেকে নিয়ে এসেছেন। এও এক আশ্চর্য সকলের কাছে।

লিফট করা দে, কভি তো নজর মিলাও, সুন জরা, সাথিয়া, ভর দো ঝোলি মেরি সহ তাঁর একের পর এক গান সুপারহিট হয়েছে। সেই আদনান সামি আচমকা একটা ঝটকা দিলেন তাঁর অনুরাগীদের।

৬ লক্ষ ৭৪ হাজার ফলোয়ার থাকা তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে তিনি রাতারাতি তাঁর সব পোস্ট করা ছবি ডিলিট করে দিয়েছেন আদনান। সেখানে শুধু লেখা আলবিদা। আলবিদা মানে তো বিদায়! আর সেখানেই তাঁর অনুরাগীরা চরম উদ্বেগে পড়েছেন।

কেন এমন করলেন আদনান? পিয়ানো যাঁর হাতে কথা বলে সেই আদনান সামি কিন্তু এর কারণ কিছু জানাননি। ফলে চলছে নানা জল্পনা।

কেউ প্রশ্ন করছেন এটা তাঁর নতুন কোনও গান কিনা, কেউ মনে করছেন এটা তাঁর নতুন করে শুরু। কেউ কেবল এমনটা না করতে অনুরোধ করেছেন।

আদনান সামির জন্ম পাকিস্তানি পরিবারে। তবে তিনি বড় হয়েছেন ব্রিটেনে। এখন তিনি ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন। সুরের জগতে তাঁর অবদানের জন্য পদ্মশ্রী সম্মানও পেয়েছেন এই গায়ক। তবে তাঁর এই আলবিদা কিন্তু এখনও একটা হেঁয়ালি হয়েই রয়ে গেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk