ফাইল : অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছবি - আইএএনএস
বড় পর্দা হোক বা ওটিটি, সর্বত্র এখন দাপটে অভিনয় করছেন বাঙালি অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিনয় দক্ষতা ও এক নিজস্ব ভঙ্গি দর্শকদের অভিভূত করে। আনন্দ দেয়। সেই অভিষেক যে অ্যাকশন দৃশ্যেও দারুণ অভিনয় করতে পারেন তা অনেকেই হয়তো জানেননা।
তবে বেদা নামে একটি সিনেমায় তাঁর অ্যাকশন দৃশ্যে অভিনয় রয়েছে। সেখানে তিনি যে সুদক্ষ অ্যাকশনের অভিনয় করেন তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন বলিউডের অ্যাকশন হিরো জন আব্রাহামও। অভিষেক এবার জানালেন তাঁর এই অ্যাকশন দৃশ্যেও সুদক্ষ অভিনয় করতে পারার আসল কারণ।
অভিষেক জানান, তাঁর বাবার ছিল বদলির চাকরি। ফলে এক জায়গা থেকে আর এক জায়গায় তাঁকেও বাবার সঙ্গে ঘুরতে হত। অভিষেকের বাবা যখন তামিলনাড়ুর কালপক্কম-এ পারমাণবিক কেন্দ্রে কাজের জন্য কালপক্কমে পোস্টেড ছিলেন, তখন সেখানে অভিষেক গোজু রিউ নামক ক্যারাটের একটি ধরন শেখা শুরু করেন।
তাতে ক্রমে অভিষেক সুদক্ষ হয়ে উঠছিলেন। গোজু রিউ হল একটি জাপানি মার্শাল আর্ট। যার অর্থ হল শক্ত ও নরম পদ্ধতি। এই ক্যারাটে প্রকারে অভিষেক খয়েরি বেল্ট পর্যন্ত পৌঁছন।
কিন্তু তাঁর ইচ্ছা সত্ত্বেও কালো বেল্ট বা ব্ল্যাক বেল্ট তাঁর আর হওয়া হয়নি। কারণ ব্ল্যাক বেল্ট পেতে হলে আরও ২ বছরের তালিম দরকার ছিল। কিন্তু তখনই তাঁর বাবা কালপক্কম থেকে বদলি হয়ে যান।
ফলে আর গোজু রিউ শেখা হয়নি। তবে যা শিখেছিলেন সেটাই মনে রেখে বেদা সিনেমায় তাঁর অ্যাকশন দৃশ্যে অভিনয় শুধু জন আব্রাহাম নয়, বলিউডের অনেককেই অভিভূত করেছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা