Entertainment

ফটোগ্রাফারকে ডেকে অ্যাশ-এর পায়ের ছবি ডিলিট করালেন অভিষেক

Published by
News Desk

স্ত্রীর প্রতি অভিষেক বচ্চন যে কতটা যত্নবান তার হদিশ মিলল একটি ডিনার পার্টিতে। ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার ডিনার পার্টিতে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন অভিষেক বচ্চন। সেই পার্টিতে নীল নয়না অ্যাশ পরেছিলেন ডেনিম ব্লু কালারের শর্ট ওয়ান পিস। পোশাকটি এমনই যে তাতে পায়ের অনেকটা অংশ অনাবৃতই থাকে।

সূত্রের খবর, এক ফটোগ্রাফার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অভিষেক ঘরণীর সেই খোলা পায়ের ছবি তুলছিলেন। তা দেখে বেজায় চটে যান জুনিয়র বচ্চন। সময় নষ্ট না করে ওই ফটোগ্রাফারকে ডেকে ক্যামেরা থেকে সমস্ত ছবি ডিলিট করান তিনি। শোনা যাচ্ছে এরপরই নাকি উপস্থিত অনেক মহিলা অভিষেককে দেখিয়ে স্বামীকে বলেন, দেখে শেখো! ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম

Share
Published by
News Desk