Entertainment

সিনেমার মাঝেই ঘুমিয়ে পড়েন অমিতাভ, গোপন কথা ফাঁস অভিষেকের

বাড়িতে তাঁরা সকলে যখন রাতে একসঙ্গে হন তখন তাঁরা কীভাবে সময় কাটান, সেখানে অমিতাভ বচ্চনই বা কি করেন। ঘরের কথা ফাঁস করে দিলেন অভিষেক বচ্চন।

Published by
News Desk

যে কোনও পরিবারেই সকলে সারাদিন নানা কাজে ব্যস্ত থাকেন। রাত এমন একটা সময় যখন সকলে একসঙ্গে হতে পারেন। সেলেব্রিটিদের জীবনেও এমনটাই হয়। সারাদিন যে যার কাজে ব্যস্ত থাকার পর পরিবারের সদস্যরা একসঙ্গে হলে সেটা একান্ত ব্যক্তিগত এক পারিবারিক মুহুর্ত হয়। যাকে ইংরাজিতে বলে কোয়ালিটি টাইম। সেটা বচ্চন পরিবারের ক্ষেত্রেও হয়।

অমিতাভ বচ্চন পুত্র অভিষেক বচ্চন তাঁদের বাড়ির সেই পারিবারিক মুহুর্তের কথা এবার সবার কাছে ফাঁস করে দিলেন। আর এটাও জানালেন যে সে সময় অমিতাভ বচ্চন কি করেন।

কৌন বনেগা ক্রোড়পতি নামে টিভির জনপ্রিয় শোতে হাজির হয়ে অভিষেক জানান, তাঁদের বাড়িতে রাতে সকলে একসঙ্গে হলেই তাঁরা সকলে মিলে বসে সিনেমা দেখেন। অমিতাভ বচ্চনই বলেন, কোনও একটা ভাল সিনেমা চালাতে। ভাল অ্যাকশন সিনেমা হলে ভাল।

সিনেমা চালানো হয়। সকলে একসঙ্গে বসে সিনেমা দেখতে থাকেন। সিনেমার মাঝে হঠাৎ দেখা যায় অমিতাভ বচ্চন ঘুমোচ্ছেন। তিনিই সকলকে ডেকে সিনেমা দেখতে বসান। তারপর নিজেই সিনেমাটা শুরুর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েন।

অভিষেকের কথা শুনে সকলে হেসে ফেলেন। তবে এটা পরিস্কার যে বচ্চন পরিবারে রাতে সকলে একসঙ্গে বসে সিনেমা দেখার একটা রেওয়াজ আছে। যেমনটা অনেক সাধারণ পরিবারেও থাকে।

প্রসঙ্গত ‘ঘুমর’ নামে একটি সিনেমার প্রচারে কৌন বনেগা ক্রোড়পতি-তে হাজির হয়েছিলেন অভিষেক বচ্চন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk