Entertainment

বলিউড তারকা ভাইকে দিদির অনন্য উপহার

Published by
News Desk

একটি সাদাকালো ছবি। যেখানে একটি সাইকেলের ওপর বসে আছে একটি ছোট্ট ছেলে। আর একটি ছোট্ট মেয়ে তাকে সেই সাইকেল টেনে নিয়ে যেতে সাহায্য করার চেষ্টা করছে। ভাই-বোনের মধুর সম্পর্ক আর শৈশবের দিনগুলো বড়ই জীবন্ত এই ছবিতে। এই ভাই-বোন অবশ্য এখন যথেষ্ট বিখ্যাত। সাইকেলে মুখ ভরা হাসি নিয়ে বসে থাকা ভাই এখন বলিউড তারকা। পাশে থাকা দিদিটিও যথেষ্ট বিখ্যাত। তিনি এখন ফ্যাশন ব্র্যান্ডের মালিক।

কিংবদন্তী অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন এখন বলিউড তারকা। বলিউডের প্রথমসারির নায়কদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। তিনি বুধবার ৪৪ বছরে পা দিলেন। তাঁর জন্মদিনের বিশেষ মুহুর্তে তাঁকে স্মৃতির পাতা থেকে একটি উপহার দিলেন দিদি শ্বেতা বচ্চন। তাঁদের শৈশবের দিনগুলির একটি সাদাকালো ছবি সোশ্যাল সাইটে পোস্ট করলেন তিনি।

পড়ুন : ঐশ্বর্য কী ফের মা হচ্ছেন, অভিষেকের ইঙ্গিতে তুঙ্গে জল্পনা

অভিষেক দিদির এই উপহারে আপ্লুত। ১৯৭৬ সালের ৫ ফেব্রুয়ারি জন্ম অভিষেকের। এখন তিনি বলিউডের ব্যস্ত নায়ক। ‘মনমর্জিয়া’ সিনেমায় তাঁকে শেষবার দেখা গিয়েছিল। আসতে চলেছে তাঁর পরপর ৩টি সিনেমা। ‘লুডো’, ‘দ্যা বিগ বুল’ এবং ‘বব বিশ্বাস’। এই ৩টি সিনেমা নিয়ে যথেষ্ট আশাবাদী অভিষেক। তার আগে কাটিয়ে ফেললেন একটা মনে রাখার মত জন্মদিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts