Entertainment

ঐশ্বর্য কী ফের মা হচ্ছেন, অভিষেকের ইঙ্গিতে তুঙ্গে জল্পনা

Published by
News Desk

ঐশ্বর্য ও অভিষেকের মেয়ে আরাধ্যা এখন ফুটফুটে বালিকা। মায়ের সঙ্গে তাকে অনেক অনুষ্ঠানেও দেখতে পাওয়া যায়। ৩ জনের সেই পরিবারে কী আবার নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে? ফের কী মা হচ্ছেন ঐশ্বর্য? বোন বা ভাই পেতে চলেছে আরাধ্যা? এ প্রশ্ন এখন ইন্টারনেটে রীতিমত শোরগোল ফেলেছে। অকারণেও নয়। অভিষেক বচ্চন নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন।

অভিষেক ট্যুইট করে সকলকে জানান, সঙ্গে থাকতে, কারণ সকলের জন্য একটি সারপ্রাইজ আসতে চলেছে। অভিষেকের এই পোস্ট নজরে পড়তেই একের পর এক কমেন্ট আসতে থাকে। কেউ প্রশ্ন করছেন দ্বিতীয় সন্তান? কেউ প্রশ্ন করেছেন মেয়ের জন্য এবার একটি ভাই বা বোন? কেউ লিখেছেন, আরও এক জুনিয়র বচ্চন আসছে? তবে ঐশ্বর্য ফের মা হওয়ার মত জল্পনার পাশাপাশি আরও কিছু ভাবনার নতুনত্ব দেখিয়েছেন নেটিজেনরা।

কেউ লিখেছেন বলিউডের কেরিয়ার থেকে কী তবে সন্ন্যাস নিতে চলেছেন অভিষেক? তারই ঘোষণা করবেন? কেউ লিখেছেন ধুম ৫ আসতে চলেছে। সেকথাই সামনে আনবেন অভিষেক। কেউ তো আবার অনেকদূর ভেবে জানিয়েছেন, অভিষেক বোধহয় তাঁর ডেবিউ সিনেমা রিফিউজি-র সিকুয়েল করতে চলেছেন। এখন দেখার যে অভিষেক কী ঘোষণা করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts