Entertainment

অমিতাভ বাড়ির লোকেরও ফোন ধরেন না, কি করলে ফোন ধরেন বিগ বি

অমিতাভ বচ্চন কারও ফোন ধরেন না। বাইরের দূরে থাক বাড়ির লোকের ফোনও তিনি ধরেন না। তাঁকে ফোন ধরাতে গেলে প্রথম কি করতে হয় খোলাখুলি জানালেন অভিষেক বচ্চন।

অভিষেক বচ্চনের সিনেমা জীবন ২৫ বছর পূর্ণ করল। রিফিউজি সিনেমা দিয়ে তাঁর জীবন শুরু। তারপর অনেক সিনেমায় তিনি অভিনয় করেছেন। প্রশংসা কুড়িয়েছেন। সিনেমা জগতে ২৫ বছর পূর্ণ করার পর বিভিন্ন মহল থেকে অভিনন্দন পেয়েছেন তিনি। বাবা অমিতাভ বচ্চনও ছেলের ২৫ বছর পূর্ণ করা নিয়ে আপ্লুত।

এদিকে বাবা অমিতাভ বচ্চনকে নিয়ে কথা বলতে গিয়ে অভিষেক ফাঁস করে দিলেন অমিতাভ বচ্চনের ফোন ধরার আজব রীতি। একটি শোয়ে উপস্থিত হয়ে অভিষেক জানান, তাঁর বাবা ফোন ধরেন না। ফোন থাকে সাইলেন্ট মোডে।

যে যতই ফোন করুক না কেন অমিতাভ ফোন ধরেন না। বাইরের লোক দূরে থাক, নিজের বাড়ির লোকের ফোনই তিনি ধরেন না। একইভাবে হোয়াটসঅ্যাপও দেখেন না।

অভিষেক খোলাখুলিই জানান তাঁর বাবা বলেন, যদি তাঁকে ফোন করতে হয় তাহলে প্রথমে তাঁকে সেটা এসএমএস করে জানাতে হবে। হয়তো অভিষেকই ফোন করবেন। সেক্ষেত্রে তাঁকে বাবাকে প্রথমে একটা মেসেজ করতে হয়। লিখতে হয় ফোন করছি ধরো।

এবার ফোন করলে অমিতাভ বচ্চন ফোনটা ধরেন। অভিষেকের সর্বসমক্ষে জিজ্ঞাসা, ফোনের ক্ষেত্রে যদিও বা ধরে নেওয়া যাক ফোনে মেসেজ করে তারপর ফোন ধরাতে হয়। কিন্তু হোয়াটসঅ্যাপ?

একটা লিখিত বক্তব্য পড়ানোর জন্য তার আগে আর একটা লিখিত মেসেজ পাঠাতে হবে! তাহলে হোয়াটসঅ্যাপ করে লাভটা কি! একটা লেখা পড়ানোর জন্য একটা লেখা লিখতে হবে! প্রসঙ্গত অভিষেক বচ্চনকে ‘কালীধর লাপাতা’ নামে একটি সিনেমায় দেখা যেতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *