National

সম্পূর্ণ সুস্থ, ফের যুদ্ধবিমান নিয়ে আকাশে ভাসবেন অভিনন্দন

Published by
News Desk

গোটা দেশের হিরো তিনি। যেভাবে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে তাড়া করে সেটিকে মিগ-২১ বাইসন বিমান দিয়ে ধ্বংস করেন তা চিরদিন মনে রাখবে দেশ। তবে এই তাড়া করে পাক বিমান ওড়াতে গিয়ে অভিনন্দন পাকিস্তানের আকাশে ঢুকে পড়েন। পাক ক্ষেপণাস্ত্রের আঘাতে মিগটিও ধ্বংস হয়। অভিনন্দন বিমান ধ্বংসের আগেই বেরিয়ে আসেন। এসে পড়েন পাকিস্তানের মাটিতে। সেখানে তাঁকে পাকড়াও করা হয়।

বিমান থেকে বার হওয়ার পর পাকিস্তানের মাটিতে আছড়ে পড়ার ফলে অভিনন্দন বর্তমান আঘাত পান। ২ দিন পর যখন তাঁকে পাকিস্তান সরকার ভারতের হাতে তুলে দেয় তখন তাঁর দেহে চোট ছিল। ফলে ভারতীয় বায়ু সেনার তরফে জানিয়ে দেওয়া হয় যুদ্ধবিমান তিনি তখন চালাতে পারবেন না। ফিট সার্টিফিকেট পেলে তারপরই ফের আকাশে ওড়ার ছাড়পত্র পাবেন তিনি।

এরপর গত ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন তাঁকে বীর চক্র সম্মান প্রদান করা হয়। আর তার পরেই এবার তিনি ছাড়পত্র পেলেন ফের আকাশে ওড়ার। অভিনন্দন বর্তমান এখন সম্পূর্ণ সুস্থ বলে ভারতীয় বায়ু সেনার তরফে জানানো হয়েছে। ফলে তিনি এখন যুদ্ধ বিমান ওড়াতে সক্ষম। ইন্সটিটিউট অফ এরোস্পেস মেডিসিন তাঁকে ৩ সপ্তাহ আগে সম্পূর্ণ পরীক্ষা করে দেখে। তারপরই সংস্থার তরফে তাঁকে ফিট বলে ঘোষণা করা হয়। এবার ফের আকাশে ডানা মেলবেন ভারতের এই বীর সন্তান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts