Categories: Kolkata

রাজ্যে বিরোধী দলনেতা আবদুল মান্নান

Published by
News Desk

সব জল্পনার অবসান। মানস ভুঁইয়াকে দলীয় বিধায়কদের ভোটে কার্যত উড়িয়ে দিয়ে কংগ্রেসের পরিষদীয় নেতা নির্বাচিত হলেন আবদুল মান্নান। বিধানসভা নির্বাচনে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে কংগ্রেস উঠে আসার পর রাজ্য দলের পরিষদীয় নেতা কে হবেন তা নিয়ে কংগ্রেসের অন্দরমহলে জোর জল্পনা শুরু হয়। দৌড়ে এগিয়ে ছিল দুটি নাম। আবদুল মান্নান ও মানস ভুঁইয়া। গত শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেড রোডে দ্বিতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন তখন বিধানভবনে চলছিল পরিষদীয় নেতা নির্বাচনের কর্মযজ্ঞ। দিল্লি থেকে উড়ে আসা কংগ্রেসের কেন্দ্রীয় স্তরের দুই নেতা সিপি জোশী ও অম্বিকা সোনি সব বিধায়কের সঙ্গে কথা বলার পর তাঁদের পছন্দ জানাতে গোপনে ভোট দিতে বলেন। এআইসিসি সূত্রে খবর, সেই ভোটাভুটিতে রাজ্যের কংগ্রেস বিধায়কদের অধিকাংশই মান্নানকে পরিষদীয় নেতা হিসাবে মেনে নেন। ফলে আগামী দিনে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে দেখা যাবে আবদুল মান্নানকেই।

Share
Published by
News Desk

Recent Posts