Categories: National

২টি গ্রাম দত্তক নিলেন আমির

Published by
News Desk

মহারাষ্ট্রের দুটি খরা কবলিত গ্রাম দত্তক নিলেন চিত্রতারকা আমির খান। সম্প্রতি মহারাষ্ট্রের খরা পরিস্থিতি পরিদর্শনে যান তিনি। তখনই তাঁর মনে হয়েছিল খরায় সবচেয়ে খারাপ অবস্থা তাল ও কোরেগাঁও গ্রামদুটির। তখন কিছু না বললেও এবার গ্রাম দুটির উন্নয়নের সব ভার নিলেন আমির। এর আগেই অবশ্য খরা কবলিত এলাকার সাহায্যে এগিয়ে এসেছেন বলিউড তারকা অক্ষয় কুমার ও নানা পাটেকর। এবার সেই তালিকায় ঢুকে পড়ল আমির খানের নামও। প্রসঙ্গত ২০০১ সালে গুজরাটে ভূমিকম্পের পর কচ্ছের কয়েকটি গ্রাম দত্তক নিয়েছিলেন আমির। কথামত সেগুলির উন্নতিও করেন তিনি।

Share
Published by
News Desk