Entertainment

সিনেমায় সই করার সময় আগে গল্পটা দেখি : আমির খান

Published by
News Desk

যখন সিনেমায় সই করি তখন আগে গল্পটা বা স্ক্রিপ্টটা দেখি। সিনেমায় অভিনেতা, কলাকুশলী সকলেই সিনেমার অংশ। কিন্তু সিনেমা শুরু হয় একজন লেখককে দিয়ে। লেখকই হলেন উৎস। তিনি হলেন সিনেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এভাবেই সিনেমার লেখকদের প্রতি তাঁর শ্রদ্ধা ব্যক্ত করলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট সুপারস্টার আমির খান।

সিনেস্তান ইন্ডিয়াজ স্টোরি টেলারস স্ক্রিপ্ট কনটেস্টের বিচারক হিসাবে রয়েছেন আমির খান। এই প্রতিযোগিতায় যাঁর গল্প সেরা বিবেচিত হবে তাঁর জন্য রয়েছে ২৫ লক্ষ টাকার পুরস্কার। এই প্রতিযোগিতাকে সামনে রেখেই সিনেমার লেখকদের প্রতি নিজের ভাবনা স্পষ্ট করলেন আমির।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Aamir Khan

Recent Posts