Entertainment

রানির হিচকি দেখুন, চিনের ভক্তদের বললেন আমির খান

Published by
News Desk

২ জনেই একে অপরের খুব কাছের বন্ধু হিসাবে পরিচিত। সেই বন্ধুত্বের খাতিরেই এবার রানি মুখোপাধ্যায়ের হিচকি সিনেমার জন্য কার্যত প্রচার করলেন আমির খান। আগামী শুক্রবার চিনে মুক্তি পাচ্ছে হিচকি। এদিকে চিনে আমির খানের ভক্তের সংখ্যা নেহাত কম নয়। তাঁর সিনেমার চাহিদাও চিনে বেশ ভাল। তাঁর সেই অনুরাগীদের রানি মুখোপাধ্যায়ের হিচকি দেখার পরামর্শ দিলেন আমির খান।

‘বন্ধুরা আমি রানি মুখোপাধ্যায়ের হিচকি দেখেছি। এটা একটা অসাধারণ সিনেমা। দারুণ অভিনয় এবং দুর্দান্ত একটি গল্পে তৈরি হয়েছে সিনেমাটি। আপনারা সকলে এই সিনেমাটি দেখুন। আশাকরি আপনাদের ভাল লাগবে’। এমনই বার্তা দিয়েছেন আমির। প্রসঙ্গত চিনে হিচকির মুক্তির আগে তার প্রচারে এখন রানি মুখোপাধ্যায়ও রয়েছেন চিনে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts