Categories: National

সুলতানের প্রশংসায় পঞ্চমুখ আমির

Published by
News Desk

সলমন খান অভিনীত সিনেমা ‘সুলতান’ দুর্দান্ত, অতুলনীয়। এই সিনেমা তাঁকে কাঁদিয়েছে, হাসিয়েছে, আনন্দ দিয়েছে। সিনেমার কোথাও কোনও খুঁত খুঁজে পাননি তিনি। তাঁর ধারণা ‘পিকে’-র রেকর্ডও ছাপিয়ে যাবে সলমনের এই সিনেমা। এদিন সুলতান সম্বন্ধে বলতে গিয়ে এভাবেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন বলিউড তারকা আমির খান। একসময় সুলতান নিয়ে প্রশংসার ভাষাই হারিয়ে ফেলেন তিনি। আমিরের দাবি, রাতে সিনেমাটা দেখার পর এসএমএস করে সলমনকে সুলতানের জন্য প্রশংসাও করেছেন তিনি। কয়েকদিন আগেই সলমনের ধর্ষণ মন্তব্য নিয়ে মুখ খুলেছিলেন আমির। কড়া ভাষায় সলমনের ওই বক্তব্যের প্রতিবাদও করেন আমির। তাই বলিউডের একাংশ এদিনের প্রশংসাতে অন্য গন্ধ খুঁজছেন। বেঁকা হাসি হেসে তাঁদের দাবি ড্যামেজ কন্ট্রোলের জন্যই সুলতানের প্রশংসায় পঞ্চমুখ আমির।

Share
Published by
News Desk