একসময় মাধুরী দীক্ষিত সম্বন্ধে মুখ খুলেছিলেন আমির খান, বাদ যাননি জুহি চাওলাও
বলিউড তারকা আমির খান একসময় মুখ খুলেছিলেন মাধুরী দীক্ষিতকে নিয়ে। এমনকি সে সময় জুহি চাওলাকে নিয়েও বক্তব্য রাখেন আমির।
এখন আমির খান হোন বা মাধুরী দীক্ষিত, ২ জনই প্রবীণ অভিনেতা। তবে এঁরা একটা সময় নিজেদের যুগ তৈরি করেছেন। আমির খান মাধুরীর জুটিও একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছে।
দিওয়ানা মুঝসা নেহি নামে একটি সিনেমায় সে সময় অভিনয় করেছিল আমির মাধুরী জুটি। সেই সময় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে মাধুরী সম্বন্ধে নিজের বক্তব্য পেশ করেছিলেন আমির খান।
আমির সে সময় মাধুরীকে অত্যন্ত সুন্দরী অভিনেত্রী বলে প্রশংসা করেন। তবে শুধু সুন্দরী বলেই তিনি থেমে যাননি। মাধুরীকে পরিশ্রমী বলেও জানান বলিউডের মিস্টার পারফেক্ট। মাধুরী যে সুন্দরীর সঙ্গে সঙ্গে প্রতিভাবানও সেটাও অকপটে জানান আমির।
আমির খান সে সময় যেমন মাধুরীর সঙ্গে একের পর এক হিট ছবি উপহার দিচ্ছিলেন, তেমনই তিনি জুহি চাওলার সঙ্গেও অভিনয় করছিলেন। জুহি ছিলেন আমিরের আর এক নায়িকা যাঁর সঙ্গে আমির একাধিক সিনেমায় অভিনয় করেছেন। জুহি সম্বন্ধেও বক্তব্য রাখেন আমির।
তিনি জানান, সিনেমা করতে গিয়ে তাঁর সঙ্গে জুহির সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। আমির খান একসময় মাধুরী বা জুহি ছাড়া নীলম কোঠারির সঙ্গেও সিনেমায় জুটি বাঁধেন। আমির নীলম জুটি হিটও করে।
নীলম সম্বন্ধেও আমির সে সময় দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন। নীলম সুন্দরী এবং কাজ করার সময় কাজটাকে আনন্দ করে করেন বলেই জানান আমির। নীলমকে ভাল অভিনেত্রীও বলেন আমির খান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













