অজানা অবতারে আমির খান, ছবি - আইএএনএস
এটা একটা চ্যালেঞ্জ হিসাবে ছুঁড়ে দেওয়া যেতেই পারে। কেউ কি বলতে পারবেন এটা আমির খানের কোন সিনেমার অংশ? আমির খান মুখে পান নিয়ে অভিনয় করছেন। ডায়লগ বলছেন। সেই দৃশ্য আর কেউ নন আমির খান নিজেই সকলের সামনে এনেছেন।
কিন্তু এটা কোন সিনেমার অংশ? সেটাই কেউ বলতে পারবেননা। কারণ এটা একটা স্ক্রিন টেস্টের দৃশ্য। যেটা আমির খান দিয়েছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’ সিনেমার এক অন্যতম চরিত্র পুলিশ অফিসার শ্যাম মনোহর-এর জন্য।
সেই চরিত্র অবশ্য শেষপর্যন্ত আমির খান পাননি। সিনেমায় শ্যাম মনোহর হিসাবে দেখা গিয়েছিল আর এক বিখ্যাত তারকা রবি কিষণকে।
ফলে আমিরের এই দৃশ্য সামনে এলেও সেটি কখনওই কোনও সিনেমায় জায়গা পায়নি। কারণ ওই চরিত্রে সিনেমার পর্দায় আমির খান অভিনয় করেননি।
আমির জানিয়েছিলেন তিনি যে ওই চরিত্রটি ভালই ফুটিয়েছিলেন সে বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন। কিন্তু পরে যখন রবি কিষণের স্ক্রিন টেস্ট হয় তখন সেটা দেখার পর আমির এবং কিরণ রাও সহমত হন যে ওই চরিত্রে রবি কিষণকে অনেক বেশি ভাল মানাচ্ছে।
তাই আমির খান সরে যান ওই চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত থেকে। সিনেমায় নেওয়া হয় রবি কিষণকে। প্রসঙ্গত আইফা ২০২৫ সালের পুরস্কারের তালিকায় ১০টি পুরস্কার একা লাপাতা লেডিজ ঝুলিবন্দি করেছে। যেখানে সেরা সহ-অভিনেতা হিসাবে পুরস্কার জিতেছেন রবি কিষণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…