Entertainment

পুলিশের সাজে পান হাতে আমির খান, কোন সিনেমার অংশ কেউ বলতে পারবেননা

একটি দৃশ্যে আমির খান মুখে পান নিয়ে অভিনয় করছেন। সেই দৃশ্য সামনে এসেছে। কিন্তু কোন সিনেমার অংশ কেউ বলতে পারবেননা।

Published by
News Desk

এটা একটা চ্যালেঞ্জ হিসাবে ছুঁড়ে দেওয়া যেতেই পারে। কেউ কি বলতে পারবেন এটা আমির খানের কোন সিনেমার অংশ? আমির খান মুখে পান নিয়ে অভিনয় করছেন। ডায়লগ বলছেন। সেই দৃশ্য আর কেউ নন আমির খান নিজেই সকলের সামনে এনেছেন।

কিন্তু এটা কোন সিনেমার অংশ? সেটাই কেউ বলতে পারবেননা। কারণ এটা একটা স্ক্রিন টেস্টের দৃশ্য। যেটা আমির খান দিয়েছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’ সিনেমার এক অন্যতম চরিত্র পুলিশ অফিসার শ্যাম মনোহর-এর জন্য।

সেই চরিত্র অবশ্য শেষপর্যন্ত আমির খান পাননি। সিনেমায় শ্যাম মনোহর হিসাবে দেখা গিয়েছিল আর এক বিখ্যাত তারকা রবি কিষণকে।

ফলে আমিরের এই দৃশ্য সামনে এলেও সেটি কখনওই কোনও সিনেমায় জায়গা পায়নি। কারণ ওই চরিত্রে সিনেমার পর্দায় আমির খান অভিনয় করেননি।

আমির জানিয়েছিলেন তিনি যে ওই চরিত্রটি ভালই ফুটিয়েছিলেন সে বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন। কিন্তু পরে যখন রবি কিষণের স্ক্রিন টেস্ট হয় তখন সেটা দেখার পর আমির এবং কিরণ রাও সহমত হন যে ওই চরিত্রে রবি কিষণকে অনেক বেশি ভাল মানাচ্ছে।

তাই আমির খান সরে যান ওই চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত থেকে। সিনেমায় নেওয়া হয় রবি কিষণকে। প্রসঙ্গত আইফা ২০২৫ সালের পুরস্কারের তালিকায় ১০টি পুরস্কার একা লাপাতা লেডিজ ঝুলিবন্দি করেছে। যেখানে সেরা সহ-অভিনেতা হিসাবে পুরস্কার জিতেছেন রবি কিষণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk