Entertainment

ভ্যালেন্টাইনস ডে-তে করিনাকে মনের কথা বলে ফেললেন আমির খান

Published by
News Desk

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। গোটা পৃথিবী জুড়েই প্রেম প্রেম ভাব। সেই প্রেম দিবসে সইফ পত্নী করিনা কাপুর খানকে মনের কথা উজাড় করে বলে ফেললেন বলিউড সুপারস্টার আমির খান। ভ্যালেন্টাইনস ডে-তেই আমির তাঁর মনের কথা বলার জন্য সোশ্যাল সাইটের আশ্রয় নেন। অর্থাৎ বেশ রাষ্ট্র করে ঢাকঢোল পিটিয়েই যা বলার বললেন তিনি।

আমির এদিন ইন্সটাগ্রামে করিনাকে ভ্যালেন্টাইনস ডে-র শুভেচ্ছা জানিয়েছেন। তারপর লিখেছেন তাঁর ইচ্ছা তাঁর প্রতিটি সিনেমাতেই তিনি করিনাকেই নায়িকা হিসাবে পেয়ে প্রেম করতে। আমিরের দাবি, করিনার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় নাকি তাঁর খুব স্বাভাবিকভাবেই চলে আসে। লেখার পাশাপাশি আমির একটি পোস্টারের ছবিও দিয়েছেন। যে ছবিতে আমির খানকে জড়িয়ে আছেন করিনা।

আমির খান ও করিনা কাপুরকে এর আগে ২টি সিনেমায় একসঙ্গে দেখা গেছে। ৩ ইডিয়টস ও তালাশ। এবার আসতে চলেছে তাঁদের জুটির নতুন সিনেমা লাল সিং চাড্ডা। এই সিনেমায় আমিরের বিপরীতে নায়িকা হিসাবে থাকছেন করিনা কাপুর খান। সিনেমাটি আগামী বড়দিনে মুক্তি পাবে। সেই সিনেমার পোস্টারই এদিন শেয়ার করেন আমির। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts