Entertainment

উষ্ণতা ছড়াচ্ছেন ২০ বছরের আলিয়া! জানেন তিনি কে?

Published by
News Desk

সৌন্দর্য, আবেদন আর জনপ্রিয়তা। এই ৩ ক্ষেত্রে আলিয়া ভাটকে জোর টেক্কা দিতে হাজির আরেক আলিয়া। অভিনেত্রী ও জনপ্রিয় টেলি সঞ্চালিকা পূজা বেদীর একমাত্র কন্যা আলিয়া ফার্নিচারওয়ালা। বয়সে বলিউডের প্রতিভাময়ী তারকা আলিয়া ভাটের থেকে ৫ বছরের ছোট। তাতে কি! মাত্র ২০ বছর বয়সেই ইন্টারনেট জগতে রীতিমত ঝড় তুলেছেন আলিয়া।

এরমধ্যেই সমবয়সী সারা আলি খান, জাহ্নবী কাপুর, সুহানা খানের মতই জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে ইন্সটাগ্রামে লক্ষ লক্ষ অনুরাগী তাঁর। নিজের অ্যাকাউন্টে তিনি নিয়মিত তাঁর ‘হটকে’ ছবি পোস্ট করেন। আলিয়া এখন বলিউডে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। তাঁর আগে বলিউডের যোগ্য হতে নিজেকে গড়ে পিটে নিচ্ছেন। ফোটোশ্যুটের বাইরে আলিয়া এখন ব্যস্ত গান ও নাচের তালিম নিতে। শুধু সৌন্দর্য নয়, ভক্তদের মনে দাগ কাটতে গেলে অভিনয়ের ‘অ আ ক খ’ ভালমতো রপ্ত করা জরুরি। সেকথা বিলক্ষণ জানেন তন্বী সুন্দরী। তাই আগেভাগেই নিউ ইয়র্কের ফিল্ম অ্যাকাডেমি থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে সম্প্রতি ভারতে ফিরে এসেছেন। এখন শুধু অপেক্ষা একটা শুভ মহরৎ-এর।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk