Categories: National

সংশোধনী সহ লোকসভায় গেল আধার বিল

Published by
News Desk

সংশোধনীগুলি উল্লেখ করে আধার বিল লোকসভায় ফেরত পাঠাল রাজ্যসভা। সরকারি ভর্তুকি বা সাহা‌য্যের জন্য অর্থ ‌যাতে সঠিক লোকের হাতেই পৌঁছয় সেজন্য আধার বিল সংসদে পাশ করাতে চাইছে সরকার। রাজ্যসভায় বিলটির ক্ষেত্রে বেশ কিছু সংশোধনী চায় বিরোধীরা। বিলটিকে জোর করে অর্থ বিলে রুপান্তরিত করার চেষ্টা চলছে বলেও অভি‌যোগ করে সমাজবাদী পার্টি। বিলটি মানুষের গোপনীয়তা রক্ষা করতে পারবে না বলে দাবি করে বামেরা। ‌যদিও পাল্টা অরুণ জেটলির বক্তব্য, কারও গোপনীয়তা ‌যথেচ্ছ হতে পারে না। তা আইন দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বাঞ্ছনীয়। এদিকে রাজ্যসভায় আধার বিলের সংশোধনী প্রশ্নে ভোটাভুটিতে ‌যোগ না দিয়ে এদিন ওয়াকআউট করে তৃণমূল। অন্যদিকে আধার বিল প্রশ্নে কেন্দ্রকে এক‌যোগে আক্রমণ করেন বাম, কংগ্রেস, জেডিইউ। কা‌র্যত বিরোধীদের দাবি মেনেই এদিন বিলটি সংশোধনী সহ লোকসভায় ফেরত পাঠায় সংসদের উচ্চকক্ষ।

Share
Published by
News Desk

Recent Posts